Bangladesh Reconditioned Vehicles Importers and Dealers Association(BARVIDA)

বারভিডার বার্ষিক সাধারণ সভা ২০২০ অনুষ্ঠিত

Thursday, 11-February-2021
বারভিডার বার্ষিক সাধারণ সভা ২০২০ অনুষ্ঠিত

বারভিডার বার্ষিক সাধারণ সভা ১১ ফেব্রুয়ারি ২০২১ তারিখে ঢাকা লেডিজ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। বারভিডা প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেল, ভাইস প্রেসিডেন্টবৃন্দ, প্রাক্তন প্রেসিডেন্টবৃন্দ এবং কার্যনির্বাহী সদস্যবৃন্দসহ প্রায় ৩৭০ জন সদস্য সাধারণ সভায় উপস্থিত ছিলেন। এ্যকচুয়াল এবং ভার্চুয়াল উভয় ভার্সনে অনুষ্ঠিত এ সভায় সর্বকালের সর্বোচ্চ সংখ্যক সদস্য অংশ নেন। সাধারণ সভায় উপস্থিত সদস্যবৃন্দ সংগঠনের ২০১৯-২০২০ অর্থবছরের আর্থিক বিবরণী ও ২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করেন এবং রিকন্ডিশন্ড গাড়ি আমদানি খাত ও সংগঠন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন।

বার্ষিক সাধারণ সভার পর একই ভেন্যুতে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে সদস্যবৃন্দ বারভিডা সংঘবিধির প্রস্তাবিত সংশোধনীসমূহের উপর আলোচনা করেন এবং সেসব অনুমোদন দেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে র‌্যাফেল ড্রতে সম্মানিত সদস্যবৃন্দের জন্য আর্কষণীয় পুরস্কারের আয়োজন ছিল।

বারভিডার বার্ষিক সাধারণ সভা ২০২০ অনুষ্ঠিত
Call Message Test Drive Direction
Loading...
Contact