বারভিডা প্রেসিডেন্ট মোঃ হাবিব উল্লাহ ডন এর নেতৃত্বে এসোসিয়েশনের একটি প্রতিনিধিদল আজ (৩-১-২০২৩) সকালে চট্টগ্রামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর কমিশনার সৈয়দ মুসফিকুর রহমান এর সাথে চট্টগ্রামে তার কার্যালয়ে বৈঠক করেন।
বৈঠকে বারভিডা প্রেসিডেন্ট ও সেক্রেটারি জেনারেল সংগঠনের সদস্যবৃন্দের গাড়ি বিক্রি প্রক্রিয়ায় ভ্যাট প্রদানের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন জটিলতা বিষয়ে বক্তব্য রাখেন।
কমিশনার মহোদয় বারভিডা সদস্যবৃন্দের ভ্যাট প্রদানের ক্ষেত্রে জটিলতাসমূহ নিরসনে জরুরি কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।
বারভিডার উপদেষ্টা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান এবং সংগঠনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট ৩ মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি জেনারেল বেলাল উদ্দিন চৌধুরী, অর্গানাইজিং সেক্রেটারি ডা. হাবিবুর রহমান খান, পাবলিকেশন অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন ও কার্যনির্বাহী সদস্য মাহবুবুল হক চৌধুরী বাবর বৈঠকে অংশ নেন।