Bangladesh Reconditioned Vehicles Importers and Dealers Association(BARVIDA)

অতিরিক্ত ডিআইজি-ট্রাফিক মতিঝিল বিভাগ সাথে বারভিডা প্রতিনিধিদলের বৈঠক

Wednesday, 17-January-2024
অতিরিক্ত ডিআইজি-ট্রাফিক মতিঝিল বিভাগ সাথে বারভিডা প্রতিনিধিদলের বৈঠক

বারভিডা (বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স এন্ড ডিলার্স এসোসিয়েশন) নেতৃবৃন্দের সাথে অতিরিক্ত ডিআইজি (ট্রাফিক মতিঝিল বিভাগ) এর আজ (১৭-০১-২০২৪) আলোচনা অনুষ্ঠিত হয়।

বারভিডা প্রেসিডেন্ট জনাব মোঃ হাবিব উল্লাহ ডন সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অতিরিক্ত ডিআইজি (ট্রাফিক মতিঝিল বিভাগ) জনাব মোহাম্মদ মাইনুল হাসান পিপিএম উপস্থিত ছিলেন। বারভিডা সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মমদ শহীদুল ইসলাম এবং বারভিডা ভাইস প্রেসিডেন্ট ২ ও বারভিডা বিআরটিএ বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান জনাব রিয়াজ রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও সংগঠনের বিপুল সংখ্যাক সদস্যসহ ট্রাফিক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আলোচনায় অংশ নেন।  

আলোচনায় মোংলা ও চট্টগ্রাম বন্দর হতে আমদানিকৃত গাড়ি ঢাকাসহ বিভিন্ন জেলার প্রবেশ পথে নানা রকম হয়রানি স্বীকার, ট্রাফিকদের বেপরোয়া মামলা এবং বিআরটিএ এর গ্যারেজ টোকেন ব্যবহারের পরও অযুক্তিকভাবে হয়রানি থেকে মুক্তির জন্য অনুরোধ জানিয়েছেন।

বারভিডা নেতৃবৃন্দ বলেন, আমদানিকৃত গাড়ি স্থান পরিবর্তনের জন্য বিআরটিএ গ্যারেজ নাম্বার ব্যবহারের প্রথা চালু থাকলেও বর্তমানে পুলিশ কর্তৃক নানা রকম হয়রানির স্বীকার হচ্ছেন যা সমীচীন নয়।

এছাড়াও মোংলা ও চট্টগ্রাম থেকে ঢাকসহ বিভিন্ন জেলায় যাওয়ার পথে গাড়িগুলো ‘চৌরকার্য’ রোধ আরও নিরাপত্তা জোড়দারসহ বেশকিছু বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত ডিআইজি (ট্রাফিক মতিঝিল বিভাগ) বারভিডার প্রস্তাবসমূহ ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

অতিরিক্ত ডিআইজি-ট্রাফিক মতিঝিল বিভাগ সাথে বারভিডা প্রতিনিধিদলের বৈঠক
অতিরিক্ত ডিআইজি-ট্রাফিক মতিঝিল বিভাগ সাথে বারভিডা প্রতিনিধিদলের বৈঠক
অতিরিক্ত ডিআইজি-ট্রাফিক মতিঝিল বিভাগ সাথে বারভিডা প্রতিনিধিদলের বৈঠক
Call Message Test Drive Direction
Loading...
Contact