Bangladesh Reconditioned Vehicles Importers and Dealers Association(BARVIDA)

মোংলা কাস্টম হাউস কমিশনারের সাথে বারভিডা প্রতিনিধিদলের বৈঠক

Thursday, 09-May-2024
মোংলা কাস্টম হাউস কমিশনারের সাথে বারভিডা প্রতিনিধিদলের বৈঠক

বারভিডা প্রেসিডেন্ট জনাব মোঃ হাবিব উল্লাহ ডন এর নেতৃত্বে বারভিডা নেতৃবৃন্দ ৭ মে ২০২৪ দুপুরে মোংলা কাস্টম হাউস এর কমিশনার জনাব এ কে এম মাহবুবুর রহমান এর সাথে কাস্টম হাউসে এক বৈঠকে মিলিত হন। 

বারভিডার মাননীয় প্রেসিডেন্ট জনাব মোঃ হাবিব উল্লাহ ডন গাড়ি শুল্কায়ন ও ছাড়করণ প্রক্রিয়া সহজীকরণ করায় কমিশনার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানান। 

তিনি বর্তমানে এ্যাম্বুলেন্স শুল্কায়নের সৃষ্ট জটিলতা নিরসন, বন্দরে গাড়ি অবতরণের ৩০ দিন অতিক্রান্ত হলে গাড়ি প্রতি আরোপিত জরিমানা মওকুফ, বর্তমান সংকটময় পরিস্থিতি বিবেচনা করে আমদানিকৃত গাড়িগুলোর নিলাম স্থগিত রাখা এবং প্রকৃত বীমা মুল্য যোগ করে (Insurance) গাড়ি শুল্কায়নের অনুরোধ জানান।

কমিশনার মহোদয় মোংলা কাস্টম হাউসের মোট রাজস্ব আহরণে সর্বোচ্চ অবদানের জন্য বারভিডা নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যাবাদ জানান। 

তিনি বারভিডার অনুরোধগুলো ইতিবাচকভাবে গ্রহণ করেন। সভায় অতিদ্রুত হাইএস এ্যাম্বুলেন্সের শুল্কায়ন ও খালাসের সিদ্ধান্ত গৃহীত হয় এবং নোহা ও স্কয়ার এ্যাম্বুলেন্স এর ডকুমেন্ট দাখিল করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়।

বন্দরে গাড়ি অবতরণের ৪৫ দিন অতিক্রান্ত হলে গাড়ি প্রতি আরোপিত ৫০,০০০.০০ টাকা জরিমানার পরিমান হ্রাস করে ১০,০০০.০০ টাকায় পুণঃ নির্ধারন করা হয়।

কমিশনার মহোদয় অর্থনৈতিক সংকট বিবেচনায় নিলাম কার্যক্রম শিথিল করবেন মর্মে সভায় সিদ্ধান্ত প্রদান করেন। 

প্রকৃত বীমা (Insurance) মুল্য যোগ করে শুল্কায়নের জন্য তিনি জয়েন্ট কমিশনারকে নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, মোংলা কাষ্টম হাউসে সৃষ্ট এসব জটিলতা নিরসনে ইতিপূর্বে এসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি জেনারেল জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক) জনাব মাসুদ সাদিক এর সাথে তিন দফা বৈঠকে মিলিত হন এবং প্রেসিডেন্ট মহোদয়ের পরামর্শক্রমে ভাইস প্রেসিডেন্ট-১ জনাব আসলাম সেরনিয়াবাতও উক্ত সমস্যা নিরসনে এনবিআরের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সদস্যের সাথে সাক্ষাত করেন।

মোংলা কাষ্টম হাউসে অনুষ্ঠিত আজকের সভায় বারভিডা প্রতিনিধিদলে এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট-২ জনাব রিয়াজ রহমান, কার্যনির্বাহী সদস্য জনাব কাউছার হামিদ, জনাব মোহা. সাইফুল ইসলাম (সম্রাট), জনাব মোঃ রায়হান আজাদ (টিটো), জনাব মাহবুবুল হক চৌধুরী বাবর ছাড়াও সাধারণ পরিষদের সম্মানিত সদস্যগণ উপস্থিত ছিলেন।

মোংলা কাস্টম হাউস কমিশনারের সাথে বারভিডা প্রতিনিধিদলের বৈঠক
মোংলা কাস্টম হাউস কমিশনারের সাথে বারভিডা প্রতিনিধিদলের বৈঠক
Call Message Test Drive Direction
Loading...
Contact