বারভিডা প্রেসিডেন্ট জনাব মোঃ হাবিব উল্লাহ ডন এর নেতৃত্বে বারভিডা নেতৃবৃন্দ ৭ মে ২০২৪ দুপুরে মোংলা বন্দর চেয়ারম্যান জনাব রিয়ার এডমিরাল শাহীন রহমান, এনইউপি, এনডিসি, এনসিসি, পিএসসি এর সাথে মোংলা বন্দরে এক বৈঠকে মিলিত হন।
বারভিডার মাননীয় প্রেসিডেন্ট জনাব মোঃ হাবিব উল্লাহ ডন মোংলা বন্দরের অন্যতম বন্দর ব্যবহারকারী হিসেবে বারভিডার সদস্যবৃন্দের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সদয় সহযোগিতার জন্য চেয়ারম্যান মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি বর্তমানে আমদানিকৃত গাড়ির যন্ত্রাংশ চুরি হওয়ার বিষয়ে উনাকে অবগত করেন এবং তা বন্ধের জোর দাবী জানান।বন্দর গুদামভাড়া বৃদ্ধি না করার ও অনুরোধ জানান।
চেয়ারম্যান মহোদয় মোংলা বন্দর ব্যবহারের জন্য বারভিডা নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি বারভিডার অনুরোধগুলো ইতিবাচকভাবে গ্রহণ করেন। অতিদ্রুত বন্দরে গাড়ির যন্ত্রাংশ খোয়া রোধকল্পে পুরো বন্দর এলাকাকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসবেন এবং বন্দর ভাড়া সহনীয় পর্যায়ে রাখার আশ্বাস প্রদান করেন।
মোংলা বন্দরে অনুষ্ঠিত সভায় বারভিডা প্রতিনিধিদলে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট-২ জনাব রিয়াজ রহমান, কার্যনির্বাহী সদস্য জনাব কাউছার হামিদ, জনাব মোহা. সাইফুল ইসলাম (সম্রাট), জনাব মোঃ রায়হান আজাদ (টিটো), জনাব মাহবুবুল হক চৌধুরী বাবর ছাড়াও সাধারণ পরিষদের সম্মানিত সদস্যগণ উপস্থিত ছিলেন।