Bangladesh Reconditioned Vehicles Importers and Dealers Association(BARVIDA)

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র এর সাথে বারভিডা প্রতিনিধিদলের আলোচনা

Monday, 19-October-2020
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র এর সাথে  বারভিডা প্রতিনিধিদলের আলোচনা

বারভিডা নেতৃবৃন্দ আজ (১৯-১০-২০২০) দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক এর সাথে খুলনা নগর ভবনে এক মতবিনিময় সভায় মিলিত হন।

বারভিডা প্রেসিডেন্ট মেয়র মহোদয়কে মোংলা বন্দর চালুর সময় থেকে বিভিন্ন সময়ে দেয়া তাঁর গুরুত্বপূর্ণ সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। রিকন্ডিশন্ড গাড়ি খাতের প্রয়োজনে আগামী দিনগুলোতেও তাঁর সহযোগিতা কামনা করেন।

মেয়র মহোদয় দেশে রিকন্ডিশন্ড গাড়ি আমদানি খাতের দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন। তিনি এ খাতের প্রয়োজনে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।

বারভিডা প্রেসিডেন্ট জনাব আবদুল হক প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র এর সাথে  বারভিডা প্রতিনিধিদলের আলোচনা

বারভিডা প্রতিনিধিদলে এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাঃ সাইফুল ইসলাম (সম্রাট), জয়েন্ট ট্রেজারার জনাব মোঃ সাইফুল আলম, কালচারাল সেক্রেটারি জনাব বেনজির আহমেদ এবং কার্যনির্বাহী পরিষদ সদস্য জনাব আবু হোসেন ভুইয়া (রানু), সৈয়দ জগলুল হোসেন, জনাব আহসানুর রহমান আরজু, জনাব মোঃ মাহবুবার রহমান ও জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন।

সভায় সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Call Message Test Drive Direction
Loading...
Contact